ধরলায় ধরা পড়লো ৮ কেজির রুই

কুড়িগ্রামে ধরলা নদের শাখা নদীতে মো. জাহিদুল ইসলাম (৩৫) নামের এক জেলের জালে ৮ কেজি ওজনের রুই মাছ ধরা পড়েছে। মাছটি দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে।

- Advertisement -

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যার দিকে উপজেলার পাঁচগাছি ইউনিয়নের শুলকুর বাজার এলাকায় ঝাঁকি জালে মাছটি ধরা পড়ে।

- Advertisement -google news follower

স্থানীয়রা জানান, সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবস এলাকার মো. আজিজুল হকের ছেলে মো. জাহিদুল ইসলাম প্রায় প্রতিদিনই মাছ ধরতে ধরলা নদীতে যান। শুক্রবার বিকেলেও ঝাঁকি জাল নিয়ে ধরলা নদীতে গেলে তার জালে ৮ কেজি ওজনের একটি রুই আটকা পড়ে। পরে মাছটি ৮ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, ধরলা নদীতে পানি বেড়ে যাওয়ায় মাছটি নদীর শাখা শুলকুর বাজার ছড়ায় উঠে আসে। ঝাঁকি জাল দিয়ে মাছটি ধরতে পেরে খুবই ভালো লাগছে। আমার জীবনে ঝাঁকি জালে ধরা এটাই ছিল সবচেয়ে বড় মাছ।

- Advertisement -islamibank

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বলেন, এখন আষাঢ় মাস, বর্ষা মৌসুম। এ সময় জেলার নদ নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। স্বাভাবিকভাবে এ সময় নদ নদীগুলোতে বিভিন্ন জাতের ছোট ও বড় মাছ ধরা পড়ে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM