আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের তারিখ না পেছালেও ঐক্যফ্রন্ট নির্বাচনে আসত।
সোমবার (১২ নভেম্বর) দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের তারিখ এক সপ্তাহ পেছানোর সিদ্ধান্তকে আওয়ামী লীগ সমর্থন করে। এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুমাত্র নির্বাচন কমিশনের আছে। এখানে আওয়ামী লীগের কিছু করার নেই।
তিনি বলেন, ঐক্যফ্রন্ট নির্বাচনের তারিখ না পেছালেও নির্বাচনে আসত। এটা আমরা জানতাম। তাদের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই।
ওবায়দুল কাদের জানান, ১৪ নভেম্বর থেকে মনোনয়ন প্রত্যাশীদের ইন্টারভিউ শুরু হবে। কিছু কিছু প্রার্থীর ইন্টারভিউ সভানেত্রী শেখ হাসিনা সরাসরি নেবেন।
আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ সময় উপস্থিত ছিলেন।