চট্টগ্রামে কোরবানির পশুর বর্জ্য অপসারণে ঈদের দিন সকাল থেকেই সিটি করপোরেশনের চার হাজারেরও বেশী কর্মী মাঠে রয়েছে। নগরীর ৪১টি ওয়ার্ডে বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত আছে এসব কর্মীরা।
এছাড়া ৩৪৫টি গাড়ি রাখা হয়েছে সার্বক্ষণিক বর্জ্য অপসারণে। সিটি করপোরেশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে নগরীর ওয়াসা এলাকায় বর্জ্য অপসারণ কাজ তদরকিতে এসে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেন, নগরীর ৮০ শতাংশ কোরবানীর বর্জ্য ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। বাকি বর্জ্যও আজ সন্ধ্যা সাতটার মধ্যে অপসারণ করা হবে বলে জানান চসিক মেয়র।
প্রতি বছরের মতো এবারও বর্জ্য অপসারণ কাজের জন্য মহানগরীকে ৬টি জোনে ভাগ করা হয়েছে। কনজারভেন্সি বিভাগ, প্রকৌশল বিভাগ, ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন।
জেএন/পিআর