চকরিয়া উপজেলার একটি পৌরসভাসহ ১৮টি ইউনিয়নের ভোটারদের মাঝে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোছাইন জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক চকরিয়ার একটি পৌরসভাসহ ১৮টি ইউনিয়নে নির্ধারিত তারিখের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে।
তিনি জানান, এ উপজেলায় বিতরণযোগ্য কার্ডের সংখ্যা ছিল ২ লাখ ৮৪ হাজার ৪১১টি। এরমধ্যে ২ লাখ ৭৯ হাজার ৬৮৩টি কার্ড ভোটারদের মাঝে বিতরণ করা হয়েছে। নানা অসঙ্গতির কারণে ১ হাজার ৯৩টি স্মার্ট কার্ড নির্বাচন কমিশন থেকে পাওয়া যায়নি।
যেসব ভোটার নির্ধারিত সময়ে স্মার্ট কার্ড গ্রহণ করতে পারেননি তারা জাতীয় নির্বাচনের পরে নির্বাচন অফিস থেকে আইরিশ ও ফিঙ্গারিং শেষে কার্ড গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।