খাগড়াছড়ির রামগড়ে সিমেন্টবাহী ট্রাকের চাপায় জাহিদুল ইসলাম (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন রামগড় ফেনী ঢাকা প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম রামগড়ের কালাডেবার সোনাইআগা এলাকার মীর হোসেনের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভগ্নিপতির মোটরসাইকেল হোন্ডা (ফেনী হ- ১১-৬০৮৬) চালিয়ে সোনাইপুল যাচ্ছিলেন জাহিদুল। রামগড়-বারইয়ারহাট সড়কের ২০ ইসিবির অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে পৌঁছালে সড়কের মাঝখানে গর্তে পড়ে মোটরসাইকেলে থেকে ছিটকে যান তিনি।
এসময় কনফিডেন্স সিমেন্ট কোম্পানীর একটি ট্রাক (চট্র মেট্রো অ-১১-০৯৬৩) সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়।
রামগড় থানার ওসি মিজানুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্যে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল রামগড় থানা পুলিশের হেফাজতে রয়েছে।
জেএন/পিআর