সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১২টায় নগরীর আগ্রাবাদ মহিলা কলেজ মাঠে ‘গাছ লাগাই প্রাণ বাঁচাই, পরিবেশকে সুস্থ রাখি’ এই শ্লোগানে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৩ উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন (সিআইপি)র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাফর ইকবাল, আগ্রবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত, উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক কলেজ পরিদর্শক প্রফেসর ছালেহ আহমদ পাটোয়ারী, সংগঠনের সহ-সভাপতি ইউসুফ খাঁন, যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি, দপ্তর সম্পাদক মোর্শেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজি চৌধুরী, অর্থ সম্পাদক জাকিয়া জিহান নিপু, আলহাজ্ব কবির মোহাম্মদ ও রহিমা আক্তার প্রমা।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচী অব্যাহত থাকবে। উদ্বোধনী কর্মসূচীতে আগ্রাবাদ মহিলা কলেজ মাঠসহ অন্যান্য জায়গায় বিভিন্ন ফলজ বনজ ও ঔষধি গাছের দু’শত চারা রোপন করা হয়।
জেএন/এমআর