দেশে আরও ৩৫ জনের করোনা শনাক্ত

সারাদেশে গেল ২৪ ঘন্টায় নতুন করে করোনায় ৩৫ জন আক্রান্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি কারও মৃত্যু হয়নি।

- Advertisement -

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -google news follower

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭৪টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক শূন্য শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের ২০ জন, গাজীপুরের দুইজন, নরসিংদীর একজন, শেরপুরের তিনজন, কক্সবাজারের তিনজন, খাগড়াছড়ি দুইজন এবং নোয়াখালী, সিরাজগঞ্জ, বরিশাল ও সিলেট জেলায় একজন করে মারা গেছেন।

- Advertisement -islamibank

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪২ হাজার ৯৭৫ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৬২ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ নয় হাজার ৬৮৪ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM