কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাইরে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে অজ্ঞাত পরিচয়ের মরদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল-২১ নম্বর ক্যাম্পের ই/২ ব্লকের কাঁটাতারের ৪০০ মিটার বাইরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ পুলিশ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে মরদেহ রেখে চলে গেছে। আমরা ওই নারীর পরিচয় শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জেএন/পিআর