সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় দাবানলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অন্তত ৪২ জনের প্রাণহানি ঘটেছে।
বুধবার (৭ নভেম্বর) অঙ্গরাজ্যের থাউস্যান্ড ওয়ার্কস এলাকায় এই দাবানলের সূত্রপাত হয়।
পরে গত কয়েকদিনে অঙ্গরাজ্যটির দক্ষিণাঞ্চলের চারপাশে দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে অন্তত দেড় লাখ মানুষ আবাসস্থল ছাড়তে বাধ্য হন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দাবানল নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপক কর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তারা অনেক মরদেহও উদ্ধার করেছেন।