রামপাল বিদ্যুৎকেন্দ্র ফের সচল

চার দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর থেকে উৎপাদন শুরু হয়েছে।

- Advertisement -

ইতোমধ্যে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর আগে টারবাইন ত্রুটির কারণে গত রোববার বন্ধ হয়ে যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র।

- Advertisement -google news follower

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরাম উল্লাহ বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হওয়ার পর মেরামতের কাজ শুরু করে ভারতীয় প্রতিষ্ঠান ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের প্রকৌশলীরা। পরে মেরামতের কাজ সম্পন্ন হলে গতকাল দুপুর ২টা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।’

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার সাত মাসে মোট পাঁচবার বন্ধ হয়েছে। পর্যায়ক্রমে প্রথমে ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন ও ১৬ জুলাই বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্র।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM