ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ড্র করলো টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে ভারত নারী ক্রিকেট দল।
শনিবার মিরপুরে অঘোষিত ফাইনালের ম্যাচটি টাই হয়। বাংলাদেশের দেয়া ২২৫ রানের জবাবে ভারত নারী ক্রিকেট দল ৪৯.৩ ওভারে ১০ উইকেটে ২২৫ রান সংগ্রহ করে। ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজও টাই হলো।
ফারজানা হক পিংকির অসাধারণ ব্যাটিংয়ের ওপর ভর করে ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বড় সংগ্রহ পেয় বাংলাদেশ নারী দল। এ ম্যাচে ১০৭ রান করেন পিংকি। নারী ওয়ানডে ক্রিকেটে এটা বাংলাদেশের প্রথম সেঞ্চুরি। এর আগে সর্বোচ্চ ৭৫ রান করেছিলেন সালমা খাতুন।
হারমানপ্রীত কৌরদের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২৫ রান। এর আগে টিম ইন্ডিয়ার বিপক্ষে টাইগ্রেসদের সর্বোচ্চ রানের স্কোরটি ছিল ২১০।
এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক পিংকি তোলেন ৯৩ রান।
পিংকি ধীরে খেললেও শামিমা ছিলেন একটু দ্রুতগতির। ৭৮ বলে ৫২ রান করে আউট হন শামিমা। পিংকি ধীরে খেলতে থাকলেও বাংলাদেশের ইনিংসের মূল ভীতটা গড়ে দেন তিনিই।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে এই ওপেনার গড়েন ৭১ রানের জুটি। জ্যোতি ২৪ রানের ইনিংস খেলে আউট হন স্নেহ রানার বলে। এরপর রিতু মনি বিদায় নেন মাত্র ২ রানে। তখনও বাংলাদেশের রানের চাকা সচল থাকে পিংকির ব্যাটে। পিংকি এরপর লড়াই চালান সোবানা মোস্তারিকে নিয়ে।
এরমধ্যে সেঞ্চুরিও তুলে নেন বাংলাদেশি ওপেনার। ১৫৬ বলে তিন অংকের ঘর স্পর্শ করেন তিনি। শেষ বলে ১০৭ রানে আউট হন তিনি। সোবানা ২২ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন।
জেএন/পিআর