চট্টগ্রামে ডেঙ্গু নিয়ে আরও ১১১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি

চট্টগ্রামে গেল ২৪ ঘন্টায় মশাবাহি রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

- Advertisement -

নতুন করে আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৭১ এবং বেসরকারি হাসপাতালে ৪০ জন ভর্তি হয়েছেন।

- Advertisement -google news follower

রবিবার (২৩ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই জেলায় চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩৪ জন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৭১ জন রোগী। মোট মৃতের সংখ্যা ২২ জন। মারা যাওয়া ২২ জনের মধ্যে ১১ জনই শিশু। বাকিদের মধ্যে পুরুষ ছয় ও নারী পাঁচ জন।

- Advertisement -islamibank

জুলাই মাসে এক হাজার ৫৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। তাদের মধ্যে মারা গেছেন ১৩ জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু হয়েছে ৬ জনের। মে’তে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ ও জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM