ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে একটি নৌকা ডুবে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ ১৯ জনকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা।
স্থানীয় সময় রোববার মধ্যরাতে ডুবে যাওয়া নৌকাটিতে ৪০ জন যাত্রী ছিলেন। তবে ডুবে যাওয়ার কারণ এখনও স্পষ্ট নয়।
অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার স্থানীয় শাখার মুহাম্মাদ আরাফাহ বলেন, সকল নিহতদের শনাক্ত করা হয়েছে এবং মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বেঁচে যাওয়া ছয়জনকে এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
উদ্ধারকারী সংস্থার শেয়ার করা ছবিগুলোতে স্থানীয় হাসপাতালের মেঝেতে কাপড়ে ঢাকা মরদেহ দেখা যাচ্ছে।
ফেরিটি দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশের রাজধানী কেন্ডারি থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে মুনা দ্বীপের একটি উপসাগর পেরিয়ে যাত্রীদের নিয়ে যাচ্ছিল।
১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ফেরি যোগাযোগের অন্যতম একটি মাধ্যম। যথাযথ নিরাপত্তা সরঞ্জামের অভাব এবং অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দেশটিতে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে থাকে।
জেএন/পিআর