আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তাঁকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।
বুধবার (১৪ নভেম্বর) গণভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে দলীয় ও নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। কেউ দলীয় প্রার্থীর বিরোধিতা করলে তাঁকে সঙ্গে সঙ্গেই আজীবনের জন্য বহিষ্কার করা হবে।
জরিপে যাদের জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেছে তাদেরই মনোনয়ন দেয়া হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জরিপ চালানো হয়েছে। জরিপের ফলাফলের ওপর ভিত্তি করেই মনোনয়ন দেয়া হবে।
জয়নিউজ/জুলফিকার