দক্ষিণ সাইবেরিয়ান অঞ্চলের আলতাইতে বৃহস্পতিবার একটি হেলিকপ্টার দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে বলে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে।
মন্ত্রণালয় বলেছে, একটি ‘ব্যক্তিগত এমআই-৮ হেলিকপ্টার তিয়ংগুর গ্রামে অবতরণের সময় বৈদ্যুতিক তারে আঘাত করে’ এবং আগুন ধরে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘হেলিকপ্টারে ১৩ আরোহী ছিল, তাদের মধ্যে ছয়জন মারা গেছে।’
রুশ বার্তা সংস্থা জানিয়েছে, এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো সাতজন।
মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিগুলোতে দমকলকর্মীদের আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষে কাজ করতে দেখা গেছে। পরে মন্ত্রণালয় জানায়, আগুন নেভানো হয়েছে।
খারাপ আবহাওয়া, মানবিক ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যার কারণে প্রায়ই রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহৃত বিমান ও হেলিকপ্টারে দুর্ঘটনা ঘটে থাকে। সূত্র : এএফপি