সাইবেরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

দক্ষিণ সাইবেরিয়ান অঞ্চলের আলতাইতে বৃহস্পতিবার একটি হেলিকপ্টার দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে বলে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে।

- Advertisement -

মন্ত্রণালয় বলেছে, একটি ‘ব্যক্তিগত এমআই-৮ হেলিকপ্টার তিয়ংগুর গ্রামে অবতরণের সময় বৈদ্যুতিক তারে আঘাত করে’ এবং আগুন ধরে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘হেলিকপ্টারে ১৩ আরোহী ছিল, তাদের মধ্যে ছয়জন মারা গেছে।’

- Advertisement -google news follower

রুশ বার্তা সংস্থা জানিয়েছে, এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো সাতজন।

মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিগুলোতে দমকলকর্মীদের আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষে কাজ করতে দেখা গেছে। পরে মন্ত্রণালয় জানায়, আগুন নেভানো হয়েছে।

- Advertisement -islamibank

খারাপ আবহাওয়া, মানবিক ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যার কারণে প্রায়ই রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহৃত বিমান ও হেলিকপ্টারে দুর্ঘটনা ঘটে থাকে। সূত্র : এএফপি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM