চট্টগ্রামের নাজিরহাটে মহাসড়কের রাস্তা ছেড়ে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাস ঢুকে পড়েছে পাশের কয়েকটি দোকানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বাসটির চালকসহ ছয়জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন মো. মনির, মোহাম্মদ ইমরান, আব্দুস সাত্তার, মোহাম্মদ মুন্না, রবিউল হাসান ও মোহাম্মদ শাহজাহান।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে ভোর বেলায় শ্যামলী পরিবহনের একটি বাস খাগড়াছড়ির দিকে যাচ্ছিলেন। বাসটি নাজিরহাট নতুন রাস্তার মাথায় এলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এসময় সড়কের পাশ্বর্বতী কয়েকটি বন্ধ দোকানের উপর বাসটি তুলে দেয় চালক। এতে বাসটির সামনের অংশে ব্যাপক ক্ষতিসাধন হয় এবং ৪ টি দোকান ভেঙ্গে চুরমার হয়ে যায়। আহত হয় বাস চালকসহ ৬ জন।
আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এ তথ্য নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার ওসি আদিল মাহমুদ বলেন, দূর্ঘটনা কবলিত বাসটিকে আটক করা হয়েছে।
জেএন/পিআর