চট্টগ্রামের বাঁশখালীতে ইয়াবা পাচারের খবরে বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশের একটি টিম। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে পুঁইছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তিন যাত্রীর দেহ তল্লাশী করে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে ইয়াবা বহনের দায়ে তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবদুল জব্বরের ছেলে এনায়েত উল্লা (১৯), পুটুয়াখালী বাউফল থানাধীন দাশপাড়া ইউনিয়নের মৃত জালাল ডাক্তারে ছেলে মো. রেজাউল করিম (৩৬) ও কালাইয়া ইউনিয়নের ৪ ওয়ার্ডের নিকিঞ্জ চন্দ্র শীলের ছেলে অপু চন্দ্র শীল (১৯)।
আজ শুক্রবার ইয়াবাসহ আটকের তথ্য নিশ্চিত করেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন।
তিনি বলেন, বাঁশখালী সড়ক ব্যবহার করে চট্টগ্রামে শহরে ইয়াবা প্রাচার করছে এমন তথ্য ভিত্তিতে তিন ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছে পাওয়া যায় ১৯ হাজার ইয়াবা। আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
জেএন/পিআর