মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি জাফর ইয়ারবকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। দীর্ঘ ১৬ বছর পলাতক ছিলেন তিনি।

- Advertisement -

শুক্রবার (২৮ জুলাই) রাতে জয়পুরহাট সদর থানার পুরানপৈল থেকে তাকে গ্রেফতার করা হয়। জাফর ইয়ারব সদর উপজেলার পারুলিয়া গ্রামের মৃত মহিবর রহমানের ছেলে।

- Advertisement -google news follower

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে একটি ডাকাত দল সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ঘরে ঢোকে।

ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে প্রতিবেশীরা মজিবরকে গুরুতর অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

- Advertisement -islamibank

ঘটনার দুদিন পর নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে ১৯ জুন আদালত দুই ভাইসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেন। তিন জনই পলাতক ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM