গাজীপুর সিটি করপোরেশনের নির্মীয়মাণ ড্রেনের কাজ করার সময় পার্শ্ববর্তী বাড়ির দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর জিনু মার্কেট পাঠানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ শ্রমিক। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল থানার করইকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে বকুল হোসেন (৩৫), একই গ্রামের বাসিন্দা ধোনু মিয়া ছেলে সুবজ (৫০) ও আকন্দ মিয়ার ছেলে সুলতানা (৩৫)।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম কালের কণ্ঠকে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকায় সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় পার্শ্ববর্তী বাড়ির দেয়াল ধসে পড়ে তাদের ওপর। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জেএন/পিআর