বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে দুপুরের খাবার খাওয়ানোর ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় কোনো অসুবিধা দেখছেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৩১ জুলাই) সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে দুপুরের খাবার খাওয়ানোর ভিডিও প্রকাশ কীভাবে দেখেন জানতে চাইলে কাদের বলেন, ভিডিও করা হয়েছে তো হয়েছে কি? যা সত্য সেটা আসছে, অসুবিধা কি? সেটা তো আর কিছু বলার নাই। কেউ সাজিয়ে দিয়েছে কিনা সেটা ভিন্ন খবর। উনি তো রুই মাছ দিয়ে ভালো করেই খাইছেন।
গোয়েন্দা প্রধানের দপ্তরে খাওয়া-দাওয়ার ভিডিও করে তা ছড়িয়ে দেওয়া কতটা প্রাসঙ্গিক জানতে চাইলে তিনি বলেন, উনি কেন খাইলেন এটা আগে জিজ্ঞেস করেন। এত ক্ষুধা থাকে একজন রাজনৈতিক নেতার? কিসের রাজনৈতিক নেতা? আমরা তো একটানা তিন দিনও খাইনি। আন্দোলনে হয়তো ওনার ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগায় উনি খেয়েছেন।
এদিকে আমান অসুস্থ। তার কাছে নেত্রী কিছু ফল পাঠিয়েছেন, এটি পাঠাতেই পারে। সে একটু অসুস্থ হয়েছেন, ফল পাঠানো নিয়ম। রাজনীতিতে সৌজন্যতা তো বিদায় নেবে না।
খাওয়ানোর পর তা ভিডিও করে ছেড়ে দেওয়া রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কি রাজনৈতিক লোকেরা করছে? গোয়েন্দা গোয়েন্দাই। সে তো তথ্য বের করার জন্য বসে আছে। বিপ্লব বড়ুয়া আর আরাফাত গিয়ে তো আর এসব ছবি বা ভিডিও করে নাই।
জেএন/পিআর