ফাইনালে লো স্কোরিং ম্যাচে লিটনদের হার,শিরোপা টাইগার্সের

কানাডায় গ্লোবাল টি–টোয়েন্টি লিগে পুরো টুর্নামেন্টজুড়েই দাপট দেখিয়েছিল লিটন দাসের দল সারে জাগুয়ার্স। শিরোপার খুব কাছে চলে গিয়েছিল দলটি।

- Advertisement -

ফাইনালে রোববার সারে জাগুয়ার্সকে ৫ উইকেটে হারায় মন্ট্রিয়ল টাইগার্স। লো স্কোরিং ম্যাচে শেষ বলে ছক্কা মেরে দলকে শিরোপা এনে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান আন্দ্রে রাসেল।

- Advertisement -google news follower

শ্বাসরুদ্ধকর ফাইনালে মন্ট্রিয়ল টাইগার্স এর হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন শেরফানে রাদারফোর্ড। পুরো আসরে তার রান ২২০। তাতে ম্যাচসেরা ও টুর্নামেন্ট সেরা দুই পুরস্কারই জিতেছেন তিনি।

ব্রাম্পটনের সিএএ সেন্টারে টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৩০ রান তোলে সারে জাগুয়ার্স। তাতে লিটনের অবদান ১৩ বলে ১২ রান।

- Advertisement -islamibank

পুরো আসরে ৮ ম্যাচে ৭ ইনিংসে ২১.৭১ গড়ে লিটনের সংগ্রহ ১৫২ রান, স্ট্রাইক রেট ১০০.৬৬। ব্র্যাম্পটন উলভসের বিপক্ষে ম্যাচ জেতানো ৪৫ বলে ৫৯ রানের ইনিংস ছাড়া বলার মতো কোনো ইনিংস নেই বাংলাদেশের এই কিপার-ব্যাটসম্যানের।

শিরোপা নির্ধারণী ম্যাচে দলটির হয়ে অন্যরাও খুব একটা সুবিধা করতে পারেনি। ৫৭ বল খেলে তিন চারে ৫৬ রানে অপরাজিত থাকেন ওপেনার জতিন্দ্র সিং। আয়ান খান দুই ছক্কায় করেন ১৫ বলে ২৬।

মন্ট্রিয়েলের হয়ে সর্বোচ্চ আয়ান আফজাল খান সর্বোচ্চ ২ উইকেট শিকার করেছেন। কার্লোস ব্র্যাথওয়েট, আব্বাস আফ্রিদি ও আন্দ্রে রাসেল একটি করে উইকেট নেন।

১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাদারফোর্ড ও রাসেলের ব্যাটে জয় নিশ্চিত করেছে টাইগার্স।

শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার আগে কানাডায় টাইগার্সের হয়ে ৪ ম্যাচ খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। টাইগার্সের এটি প্রথম শিরোপা, আগের দুবার জিতেছিল ভ্যঙ্কুভার নাইটস ও উইনিপেগ হকস।

ফাইনালে ছিলেন আরও এক বাংলাদেশী। তিনি মাসুদুর রহমান মুকুল। গত এশিয়া কাপে বেশ কয়েকটি ম্যাচ পরিচালনা করে প্রশংসিত হওয়া মাসুদুর আজ ছিলেন টিভি আম্পায়ারের দায়িত্বে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM