চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসম্পাদক সাব্বির সাদেকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন হয়েছে।
আন্দরকিল্লা, জামালখান ও দেওয়ানবাজার ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে সোমবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় নগরের আন্দরকিল্লা মোড়ে এ মানববন্ধন মহানগর ছাত্রলীগ নেতা হারুন উর রশিদ সানির সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা পৌলম দেব বুবুনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসান, ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সাবেক ছাত্রনেতা পুলক খাস্তগীর, মহানগর যুবলীগের সদস্য জাবেদুল আলম সুমন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা হেলাল উদ্দিন, মহিউদ্দিন আলী নুর মাঈনু, যুবলীগ নেতা অশোক দেব লিটন, সুমন চৌধুরী, ইফতেখার শিবলু, বিজয় রায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ইয়াছির আরাফাত, নগর ছাত্রলীগের সহসভাপতি মিথুন মল্লিক, রেজাউল আলম রনি, মহিউদ্দিন মাহি, সরওয়ার উদ্দিন, মোঃ শাকিল, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল আহমেদ বাবু, আবু সুফিয়ান, ফখরুল হাসান ফরহান, অভিজিৎ দে ঝুমুর, ছাত্রনেতা ইকবাল বাহার চৌধুরী, যুবনেতা মোঃ ফিরোজ, আসাদ খান, ইসমাইল আজাদ, নগর ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সোহেল, সদস্য তানজিরুল হক, সৈকত দাশ, ছাত্রনেতা তারণ দাশ প্রলয়, দেলোয়ার হোসেন, শৈবাল দাশ, ইরফানুল হক, হায়াত উল্লাহ, রবিউল ইসলাম ফাহাদ, সাদ্দাম হোসেন, অনিন্দ্য দেব, রিয়াদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সাদিক চৌধুরী আশফি, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ওবাইদুল হক, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সালাহউদ্দীন আকাশ, রবিউল কমল, হাজেরা তজু ডিগ্রী কলেজের সভাপতি আকিব জাবেদ, অভি বড়ুয়া, সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ নেতা অভিজিৎ পান্ডে অভি, ফাহিম আল শাহরিয়ার, সালাহউদ্দিন চৌধুরী রকি, প্রিমিয়ার ইউনিভাসিটি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অরূপ বড়ুয়া, রনি দে, ছাত্রলীগ নেতা রবিন দে, দেবাশীষ দস্তীদার, তানজীদুল ইসলাম রকিব, আকাশ, শান্ত কর্মকার, মুহি, ফাহিম, ফয়সাল, দিদার, সোহান, সামি, জোবায়ের, মিনহাজ, নিয়ামত, প্রান্ত ধর দামু, সত্যজিৎ দাশ, দুর্জয় কর্মকার দিপ্ত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসম্পাদক সাব্বির সাদেককে দমিয়ে রাখা যাবে না। মেধাবী ছাত্রনেতা সাব্বির সাদেকের নিঃশর্ত মুক্তি চট্টলার ছাত্রসমাজের প্রাণের দাবি।
জয়নিউজ/কাউছার/জুলফিকার