আসন্ন বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে।
সংসদ নির্বাচন ও তাবলীগ জামাতের দু’পক্ষের দ্বন্দ্বের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মসচিব মো. আনিছুর রহমান ও শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলীগ জামাতের দু’পক্ষকে নিয়ে বসা এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দু’পক্ষের দ্বন্দ্ব নিরসনে একটি প্রতিনিধিদলের ভারত যাওয়ার সিদ্ধান্ত হয়।
এ ব্যাপারে ধর্মসচিব মো. আনিসুর রহমান বলেন, চলতি বছরের বিশ্ব ইজতেমা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব নিরসন ও নির্বাচনী বছর হওয়ায় ইজতেমা নিয়ে করণীয় ঠিক করাই ছিল বৈঠকের উদ্দেশ্য। বৈঠকে দ্বন্দ্ব নিরসনে সরকার ও দুই পক্ষের সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে। যারা অল্প কিছুদিনের মধ্যেই ভারতে যাবেন।
মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আশা করি বিদ্যমান দ্বন্দ্ব নিরসন হবে। সরকারও এ বিষয়ে আন্তরিক। তিনি জানান, দু’পক্ষের সম্মতিতে ইজতেমা স্থগিত হয়েছে।
জানুয়ারির শেষের দিকে ইজতেমা হবে বলে আশা করেন তিনি।