সোয়া দুই কেজির ইলিশ ৯ হাজারে বিক্রি!

বরগুনার আমতলীতে পায়রা (বুড়িশ্বর) নদীতে এক জেলের জালে ধরা পড়েছে সোয়া দুই কেজি ওজনের একটি ইলিশ। এটি নয় হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি একনজর দেখার জন্য অনেকেই ভিড় জমায়।

- Advertisement -

জানা গেছে, লোছা গ্রামের জাহিদ নামের এক জেলে মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে পায়রা নদীতে জাল ফেলে মাছের জন্য অপেক্ষা করতে থাকেন। বিকেলে জাল তুলতে গিয়ে দেখেন ছোট ছোট মাছের সাথে বিশাল আকারের একটি ইলিশ। মাছটি তুলে বিক্রির জন্য বিকেলে আমতলী মাছ বাজারের তালুকদার মৎস্য আড়তে নিয়ে আসেন তিনি। সেখানে এনে মিটারে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন সোয়া দুই কেজি।

- Advertisement -google news follower

জেলে জাহিদ বলেন, ‘ভরা মৌসুম থাকলেও এখনো পায়রা (বুড়িশ্বর) নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে আজকে জালে এত বড় ইলিশ মাছ পেয়ে অনেক খুশি হয়েছি।’

পাইকারি মাছের আড়তদার মো. রাসেল মিয়া জানান, এ বছর ভরা মৌসুমে এত বড় সাইজের মাছ আর বাজারে আসেনি। ডাকের মাধ্যমে আট হাজার টাকায় ইলিশটি খুচরা বিক্রেতা মো. মাসুদ গাজীর কাছে বিক্রি করে দেন তিনি। পরে মাসুদ গাজী ওই মাছটি কিনে তা নয় হাজার টাকায় এক ক্রেতার কাছে বিক্রি করেন।

- Advertisement -islamibank

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, জেলেরা ইলিশের অবরোধ সঠিকভাবে পালন করায় নদী-সাগরে অনেক বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে। এটা জেলেদের জন্য অনেক বড় সুখবর।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM