নগরের বাজারগুলোতে কমেছে সবজির দাম। কর্ণফুলী মার্কেট ও কাজীর দেউড়ি বাজারে এসেছে প্রচুর শীতের সবজি। তবে দুয়েকটি ছাড়া ক্রেতাদের সাধ্যের মধ্যেই রয়েছে সবজির দাম।
শুক্রবার (১৬ নভেম্বর) বাজার ঘুরে দেখা যায়, দেশি শিমের বিচি ৩২০ টাকা, দেশি নতুন টমেটো ১০০ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৩৫ টাকা, বেগুন আকারভেদে ৩৫ টাকা থেকে ৭০ টাকা, মুলা ৫০ টাকা, শিম ৬০ টাকা, পটল ৭০ টাকা, ঢেড়স ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, শসা ৬০ টাকা, পাকা মিষ্টি কুমড়া ৩০ টাকা, কাঁচা মিষ্টি কুমড়া ৬০ টাকা ও আলু ২৫ টাকা দরে কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে কাঁচামরিচ মানভেদে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাজীর দেউড়ি কাঁচা বাজারের সবজি বিক্রেতা নিবিড় উদ্দিন জয়নিউজকে জানান, বাজারে এখন শীতের সবজির যোগান রয়েছে। নতুন কয়েকটি সবজি ছাড়া অন্যান্য সবজির দাম কমেছে।
মাছ বাজার ঘুরে দেখা যায়, ইলিশ মাছ কেজি ৬০০ টাকায়, মাঝারি সাইজের রুই-কাতলা ২০০ টাকায়, লইট্টা মাছ ৮০ টাকায়, লাল কোরাল ৫০০ টাকায়, তেলাপিয়া আকারভেদে ১৪০ টাকা থেকে ২০০ টাকায়, শৈল মাছ ৬০০ টাকায়, শিং মাছ ৭০০ টাকায়, টেংরা মাছ ৪৮০ টাকায়, চাপিলা মাছ ৩২০ টাকায়, পোয়া মাছ ১৮০ টাকায়, বাটা মাছ ৩৮০ টাকায়, দাতিনা কোরাল ৬০০ টাকায়, রূপচান্দা ( ছোট সাইজের) ৬০০ টাকায় ও কালিচান্দা ৪৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১১০ টাকা, দেশি মুরগি ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।