কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহী মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযানে জাতিসংঘের ৮ শান্তিরক্ষীসহ ২০ সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত শান্তিরক্ষীরা মালাবি ও তানজিয়ার বলে জানা গেছে।
এ ঘটনায় জাতিসংঘের আরও ১০ শান্তিরক্ষী আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন।
দেশটির আঞ্চলিক রাজধানী বেনি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কিদিদিইউয়ে বুধবার (১৪ নভেম্বর) এক অভিযানে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ কথা জানায়।
শান্তিরক্ষী বাহিনীর সহকারী প্রধান জেনারেল বার্নাড কমিন্স বলেন, জিহাদি গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) বিরুদ্ধে মঙ্গলবার (১৩ নভেম্বর) কঙ্গো সৈন্যদের সহযোগিতায় এ যৌথ অভিযান শুরু হয়েছে।-নিউইয়র্ক টাইমস