সাঈদীর চিকিৎসা আন্তর্জাতিক মানসম্মতভাবে হয়েছে: বিএসএমএমইউ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা আন্তর্জাতিক মানসম্মতভাবে করা হয়েছে বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। বিএসএমএমইউ’র অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে বুধবার এসব তথ্য জানানো হয়।

- Advertisement -

তাতে বলা হয়, গত ১৩ আগস্ট রাত সাড়ে ১০টায় জরুরি বিভাগে কাশিমপুর কারা কর্তৃপক্ষ থেকে দেলাওয়ার হোসাইন সাঈদীকে আনা হয়। তার ভর্তির শুরু থেকে পরবর্তী সব চিকিৎসা নিয়ম মেনে আন্তর্জাতিক প্র্যাকটিস অনুসরণ করে সম্পন্ন করা হয়। চিকিৎসায় হাসপাতালের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা সঠিকভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন।

- Advertisement -google news follower

১৪ আগস্ট বিকেল ৬টা ৪৫ মিনিটে সাঈদীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট প্রটোকল অনুযায়ী তার চিকিৎসা চলতে থাকে। ১৪ তারিখ রাত ৮টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। সাঈদীর অসুস্থতা এবং চিকিৎসা সংক্রান্ত পরিণতি তার ছেলে মাসুদ সাঈদী জানেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাঈদীর চিকিৎসা বিষয়ে মিডিয়াকে অবহিত করতে বুধবার বিকেল ৩টায় বিএসএমএমইউ-এর শহীদ ডা. মিল্টন হলে সংবাদ সম্মেলন করার কথা জানানো হয়েছিল। কিন্তু পরে তা বাতিল করা হয়। এরপর সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ বিষয়ে বিএসএমএমইউ কর্তৃপক্ষের বক্তব্য তুলে ধরা হয়।

- Advertisement -islamibank

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় রোববার অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা অনুভব করায় কারাগার কর্তৃপক্ষ ওইদিন সাঈদীকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে বিএসএমএমইউ-তে পাঠানো হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM