ঘুষ দিয়ে আসামির জামিনের তদবির,পুলিশ সদস্য ক্লোজড

চট্টগ্রাম আদালতে বিচারকের নির্ধারিত কক্ষে দেখা করতে গিয়ে মামলার নথির সঙ্গে টাকার বান্ডিল দিয়ে আসামির জামিনের জন্য তদবির করে শাস্তি পেলেন পুলিশ সদস্য মো. দুলাল মিয়া।

- Advertisement -

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা দুলাল মিয়া চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

- Advertisement -google news follower

বিচারককে ঘুষ সাধার অভিযোগ উঠলে তাকে পুলিশ কনস্টেবলের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করে রাখা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন, নগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, বুধবার (১৬ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানকে ওই পুলিশ কনস্টেবল ঘুষ সাধেন।

- Advertisement -islamibank

এতে ক্ষুব্ধ হয়ে বিচারক তাকে কক্ষে আটকে রেখে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন। পরে ওই কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করার নির্দেশ দিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরবর্তীতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM