নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে আসা বিএনপির নেতাদের পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “আমি বিএনপি নেতাদের বলি, পৃথিবীতে এখন একটা দেশ আছে, সেই দেশে তত্ত্বাবধায়ক আছে। আমি ফখরুল সাহেবকে বলি, দলবল নিয়ে পাকিস্তানে চলে যান। সেখানে তত্ত্বাবধায়ক পাবেন। আর দুনিয়ার কোথাও তত্ত্বাবধায়কের হসিদ নাই।”
দেশজুড়ে জেএমবির বোমা হামলার বার্ষিকীতে বৃহস্পতিবার ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদে একথা বলেন কাদের।
পাকিস্তানে নতুন জাতীয় নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হচ্ছে, অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রধানমন্ত্রীও মনোনীত হয়েছে।
বাংলাদেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এক সময় থাকলেও ২০১১ সালে সংবিধান সংশোধনে তা বিলুপ্ত হয়।
জেএন/এমআর