চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু ডেঙ্গুতে

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আব্দুল্লাহ আতাহার আহমেদ নামে ২ বছর বয়সী এক শিশু ও মরিয়াম বেগম নামে ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জন।

- Advertisement -

শনিবার (১৯ আগস্ট) এ তথ্য জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়।

- Advertisement -google news follower

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে আব্দুল্লাহ আতাহার আহমেদকে গত ২৮ জুলাই নগরের এপোলো ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১৭ আগস্ট তার মৃত্যু হয়। অন্যদিকে মরিয়ম বেগম গত ১০ আগস্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে তিনি মারা যান।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৮০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫২ জন এবং বেসরকারি হাসপাতালে ২৮ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫০৮ জন।

- Advertisement -islamibank

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM