কক্সবাজারের হলিডে মোড়ে সানমুন হোটেলের কক্ষ থেকে পৌর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাইফুদ্দিনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (২১ আগষ্ট) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাইফুদ্দিন শহরের ঘোনা পাড়া এলাকার আবুল বাশারের ছেলে।
সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, হোটেলের কর্মচারীরা জানায়, গতকাল রোববার (২০ আগস্ট) বিকেলে পাঞ্জাবি পড়া এক যুবককে সাথে নিয়ে হোটেলে আসেন সাইফুদ্দিন। কিছুক্ষণ পরই দু’জন বেরিয়ে যান। এরপর রাত পৌনে আটটার দিকে আবারও তারা হোটেলে ঢোকেন। এর আধা ঘণ্টা পর পাঞ্জাবি ও মুখে মাস্ক পড়া ওই যুবক হোটেল থেকে একা বেরিয়ে যায়।
সোমবার সকালে সাইফুদ্দিনের এক বন্ধু তাকে খুঁজতে এলে হোটেল বয় তাকে রুমে নিয়ে যায়। এ সময় সাইফুদ্দিনের মরদেহ দেখতে পায় তারা।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। সাইফুদ্দিন প্রায়ই হোটেলটিতে যাতায়াত করতেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, নিঃসন্দেহে এটি হত্যাকাণ্ড। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে সিআইডি ও পুলিশের একাধিক টিম কাজ করছে।
এদিকে, তার হত্যাকাণ্ডের খবরে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
জেএন/পিআর