চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু,১৬১ নতুন রোগী হাসপাতালে

চট্টগ্রামে মশাবাহি রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৩৭ বছর বয়সী এক নারী ৩১ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘন্টায় নতুন করে ১৬১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

- Advertisement -

এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৪ দিনে ৯ ও চলতি মাসের ২২ দিনে ২৩ ও এ বছরে ৪৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

- Advertisement -google news follower

জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম আজ বিকেলে জানিয়েছে, ডেঙ্গুর এনএস-১ ভ্যারিয়েন্টে আক্রান্ত দক্ষিণ কাট্টলীর লক্ষ্মী মহাজন বাড়ির ৩৭ বছর বয়সী রত্না রাণী রায়কে গতকাল নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকালই তার মৃত্যু ঘটে। এমদাদুল হোসেন নামে ৩১ বছরের অপর পুরুষ রোগীও মৃত্যুবরণ করেন বেসরকারি এভারকেয়ার হাসপাতালে।

- Advertisement -islamibank

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকার মাদারিতলার বাসিন্দা এমদাদের ডেঙ্গু শনাক্ত হলে তাকে ২০ আগস্ট এভারকেয়ারে ভর্তি করানো হয়। একদিন পর এখানে তিনি মৃত্যুবরণ করেন। তিনিও এনএস-১ ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৬১ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৮০ জন এবং বেসরকারি হাসপাতালে ৮১ জন।

সরকারি হাসপাতালে ৮০ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬, জেনারেল হাসপাতালে ৬, বিআইটিআইডি’তে ১৪ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৭ জনে।

এদের ২ হাজার ৮৪০ জন সরকারি হাসপাতালে এবং ২ হাজার ২৭ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৮৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫৮৩ জন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM