৫৪ জনকে উপদেষ্টা করে ২০২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) হেফাজতের প্রচার সম্পাদক কেফায়াতুল্লাহ আজহারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার কথা জানান।
হেফাজতের পূর্ণাঙ্গ কমিটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, গত কমিটিতে বাদ পড়া অনেকে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন। তবে, এ কমিটিতেও নাম রয়েছে হেফাজতের আলোচিত-সমলোচিত নেতা মাওলানা মামুনুল হকের।
হেফাজতের ৫৪ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা আল্লামা সুলতান যওক নদভী। আর কমিটিতে আমির হিসেবে রয়েছেন আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
কমিটিতে মহাসচিব পদে স্থান পেয়েছেন আল্লামা সাজিদুর রহমান। এছাড়া ৫০ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
জেএন/এমআর