কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌছেছে এমভি অ্যাস্পেন

এমভি অ্যাস্পেন নামক আরো একটি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরের হারবাড়িয়া ১১ নম্বরে নোঙর করে জাহাজটি।

- Advertisement -

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিষ্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক জানান, গত ৯ আগস্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৪৫ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি।

- Advertisement -google news follower

চট্টগ্রাম বন্দরে ১৭ হাজার ৮০০ টন কয়লা খালাস করে। লাইটার যোগে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে আনা হয়।

বাকি ২৮ হাজার টন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরের হারবাড়িয়া ১১ নম্বরে নোঙর করে জাহাজটি। এখান থেকে কয়লা খালাস করে লাইটার যোগে নেওয়া হবে তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে।

- Advertisement -islamibank

এর আগে গত ২৮ আগস্ট রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩০ হাজার ৯৫০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরের এসেছিল একটি বাণিজ্যিক জাহাজ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM