ঘরের মাঠে পাকিস্তান নারী ক্রিকেট দল রয়েছে দারুণ ফর্মে। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও তারা দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে।
করাচি জাতীয় স্টেডিয়ামে রবিবার প্রোটিয়াদের ৭ উইকেটে হারায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে সফরকারীদের করা ৩ উইকেটে ১৫০ রান ৫ বল হাতে রেখে টপকে যায় স্বাগতিকরা।
সিরিজের প্রথম ম্যাচেও প্রথমে ব্যাট করে ঠিক ১৫০ রানই তুলেছিল দক্ষিণ আফ্রিকার মেয়েরা। নাটকীয় সেই ম্যাচে ৫ উইকেচে জিতেছিল পাকিস্তানের মেয়েরা।
এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে ৮৭ রান যোগ করেন অধিনায়ক লরা ওলভার্ড ও তাজমিন ব্রিটস। লরা ৩৪ বলে ৪১ রানের ইনিংস খেলেন। তাজমিন ৪৮ বলে করেন ৪৬ রান। এরপর মারিজান ক্যাপ করেন ২৬ রান।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা একদম ভালো হয়নি। ওপেনার শাওয়াল জুলফিকার ১২ বল খেলে মাত্র চার রান করে ফিরেন। আরেক ওপেনার সিদরা আমীন ৪৪ বলে খেলেন ৬১ রানের ঝড়ো ইনিংস। ম্যাচসেরাও তিনি।
শেষের দিকে আলিয়া রিয়াজ ও উইকেট কিপার মুনিবা আলি যথাক্রমে ৩১ ও ২৬ রান করে পাকিস্তানকে লক্ষ্যে নিয়ে যান।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সোমবার মুখোমুখি হবে দুই দল।
জেএন/পিআর