খাগড়াছড়িতে ‘পাহাড়ঞ্চলে দেশীয় সবজির উৎপাদন কলাকৌশল’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ রোববার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়।
সবজি বিভাগের উদ্যোগে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র এই প্রশিক্ষণের আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সবজি বিভাগ উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসী ইসলাম। খাগড়াছড়ি কৃষি গবেষণাকেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রশীদ আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সার্ফ এগ্রিকালচার সেন্টারের ডিরেক্টর ড. শেখ মো. বখতিয়ার। বিশেষ অতিথি ছিলেন সবজি বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আহমত উল্লাহ ও খাগড়াছড়ি কৃষি কর্মকর্তা ড.কামরুজ্জামান।
প্রশিক্ষণে খাগড়াছড়ির ৯ উপজেলার ৩০ জন কৃষক অংশ নেন। তাঁরা কৃষক মেলায় স্টল দেন। পরে প্রধান অতিথি স্টলগুলো ঘুরে দেখেন।