চকরিয়ায় বাস চাপায় টমটম যাত্রীর মৃত্যু, আহত ৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী-পুরুষসহ ইজিবাইক (টমটম)র ৭ যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।

- Advertisement -

রবিবার রাত সাড়ে আটটার সময় উপজেলার নলবিলা মাজার গেট এলাকায় বাস চাপায় আহতদের মধ্যে গুরুতর মোশাররফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

- Advertisement -google news follower

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। নিহত মোশাররফ পার্বত্য উপজেলার লামার ফাইতং ইউনিয়নের নয়াপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি সাবেক বিজিবি সদস্য ছিলেন বলে জানা যায়।

এ ঘটনায় আহতরা হলেন, লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকার রুহুল আমিন (৪০), শুকতারা বেগম (৪৫), তার মেয়ে তাসফিয়া বেগম (২২), রহিমা বেগম (৪০), আক্কাস আহমদ (৫৫) ও নাহিদা বেগম (১৮)। এরা সবাই টমটমের যাত্রী।

- Advertisement -islamibank

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের চকরিয়ার নলবিলা মাজার গেট এলাকায় একটি বাস একে একে দুটি টমটমকে চাপা দেয়। টমটম দুটি সড়কের পাশে উল্টে চালকসহ ৭ নারী পুরুষ আহত হয়।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খোকন কান্তি রুদ্র বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাসটি পালিয়ে যায়। খোঁজ নিয়ে বাসটি জব্দ করা হবে জানান তিনি।

এদিকে রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মোশাররফ হোসেন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য লাৃমা ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM