যুবলীগ কর্মী মহিউদ্দীন হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল জামিনে মুক্ত হয়েছেন।
সোমবার (১৯ নভেম্বর) তিনি জামিনে মুক্ত হন বলে আদালত সূত্র নিশ্চিত করেছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জয়নিউজকে জানান, ১৩ নভেম্বর উচ্চ আদালত থেকে মহিউদ্দীন হত্যা মামলার প্রধান আসামি হাজী ইকবাল জামিন পান। ১৮ নভেম্বর চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আদেশ দাখিল করা হয়। ১৯ নভেম্বর সকাল ১১টায় তিনি কারাগার থেকে মুক্তি পান।
উল্লেখ্য, গত ২৬ মার্চ নগরের সল্টগোলা ক্রসিং এলাকার মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের একটি সভা চলাকালে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে যুবলীগকর্মী মো. মহিউদ্দিনকে নৃশংসভাবে খুন করা হয়। এ হত্যার ঘটনায় প্রধান আসামি ছিলেন হাজী ইকবাল। গত ১০ সেপ্টেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করেন।