চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ আমানত বিমান বন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাজ তরান্বিত করতে ৯ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিন ডবলমুরিং একই নিয়মে সড়ক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
রাত্রিকালীন সময়ে সাময়িকভাবে রাস্তা বন্ধের বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জানান, বাস্তবায়নাধীন “চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ্ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ” প্রকল্পের আওতায় ৯ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়ানহাট মোড়ের ২টি স্প্যানে ভারী ২টি ক্রেনের (৫০০ টন ও ৩০০ টন) মাধ্যমে গার্ডার উত্তোলনের কাজ শুরু করা হবে। বর্ণিত তারিখে রাত ১২ টা হতে সকাল ৬ টা পর্যন্ত দেওয়ানহাট থেকে টাইগারপাস পর্যন্ত দেওয়ানহাট রেল ব্রিজ, কদমতলী থেকে ডবলমুরিং থানা পর্যন্ত রাস্তা ও ব্রিজ এবং দেওয়ানহাট মোড় থেকে রেল লাইন পর্যন্ত নিচের রাস্তায় জনসাধারণের নিরাপত্তার স্বার্থে সকল ধরনের যানবাহন ও পথচারীর চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। যানবাহনসমূহকে উক্ত সময়ে বিকল্প রাস্তায় চলাচলের অনুরোধ করা হলো।
জেএন/এফও/এমআর