৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে জয়নিউজবিডি পরিবারের
সবাইকে অভিনন্দন জানাই। অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রবাহে গণমাধ্যমটির ভূমিকা সত্যিই প্রশংসার দাবিদার। সত্যিকারের গণতন্ত্রের বিকাশ, এর লালন ও পরিচর্যায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এ ক্ষেত্রে তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রবাহে নিউজ পোর্টালটির ভূমিকায় দেশের গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে বলে আমি বিশ্বাস করি। দেশের প্রতিটি ঐতিহাসিক ঘটনায় গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিসীম। এই ধারাবাহিকতায় জয়নিউজবিডি দেশ ও জাতির বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রচেষ্টা অব্যাহত রাখতে ভবিষ্যতেও অনলাইন পোর্টালটি জোরালো ভূমিকা রাখবে বলে আমি আশা করি।
সব মত ও মতাদর্শের বিশ্বাসকে ছাপিয়ে সাহসী ও নির্মোহ লেখনী প্রকাশে এর ভূমিকা সত্যিই অসাধারণ। দেশের একতা, সাম্য ও সার্বভৌমত্ব বজায় রাখতে এবং নীতিনির্ধারকদের ও নতুন প্রজন্মকে সঠিক দিক- নির্দেশনা দিতে জয়নিউজবিডি নিরলসভাবে কাজ করে যাবে বলে আমার বিশ্বাস।
৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে জেনে আমি আনন্দিত এবং সেই সুযোগে জয়নিউজবিডি পরিবারের সব সদস্য, লেখক-পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং পোর্টালটির সার্বিক অগ্রযাত্রা ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
আ জ ম নাছির উদ্দীন
চেয়ারম্যান, জয়নিউজবিডি