ভারতের মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন ‘গান্ধী জয়ন্তী’ দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে বন্দরের ভেতরের সকল কার্যক্রম ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
সোমবার (২ অক্টোবর) সকাল থেকেই বন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি শেষে মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল থেকে পুনরায় দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে সোমবার ভারতের ব্যবসায়ীরা এই বন্দরে কোনো পণ্য আমদানি-রপ্তানি করবেন না।
তবে, বন্দর অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, কোন দিবস উপলক্ষে এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার বন্ধ থাকে না। আজকেও স্বাভাবিক আছে।
জেএন/রাজীব