সাবিহা নাহার এমপি বলেছেন, নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। দেশের উন্নয়নের স্বার্থে নারীদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অগ্রগতির স্বার্থসংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ডকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিতে নির্দেশ প্রদান করেছেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে পঞ্চম এসএমই ব্যাংকিং ম্যাচমেকিং ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এস এম রবিউল হাসান, উইম্যান চেম্বারের সকল পরিচালক, সদস্যসহ নারী উদ্যোক্তারা।
মেলায় ১৩টি ব্যাংক এবং নন–ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠানগুলো হল– ইস্টার্ণ ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, মাইডাস ফাইন্যান্স ও আইপিডিসি।
৫ দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
জয়নিউজ/ফয়সাল/জুলফিকার