বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির শান্তি ও উন্নয়ন সমাবেশ ঘিরে মিরসরাই উপজেলায় জনতার ঢল নেমেছে।
শুক্রবার (৬ অক্টোবর) বিকাল তিনটায় শুরু হওয়া শান্তি সমাবেশকে ঘিরে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থনকারীরা জড় হতে শুরু করে।
বেলা বাড়ার সাথে সাথে সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থনকারীরা সমবেত হয়। নেতাকর্মী ও সমর্থনকারীদের উপস্থিতি এক পর্যায়ে জনসমুদ্রের রূপ নেয়।
মুহ মুহ স্লোগানের মুখরিত হয় সমাবেশ স্থল। সমাবেশকে ঘিরে প্রায় ৩০ হাজার নেতা কর্মী সমবেত হয় বলে ধারনা করা হয়।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, কোন টেনশন কাজ দিবে না। সংবিধান অনুযায়ী যথাসময়ে শেখ হাসিনার অধীনে ভোট হবে। বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য জঙ্গিবাদ অপরাজনীতি অপপ্রচার নির্বাচনকে বিঘ্নিত করতে পারবে না।
সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মাহবুবুল আলম হানিফ (এমপি)।
তিনি তার বক্তব্যে বলেন, বৃহস্পতিবার ৫ অক্টোবর বিএনপির রোডমার্চ পরবর্তী পথসভা মিরসরাইয়ে অনুষ্ঠিত হয়েছে। বিএনপির পথসভা প্রধান অতিথি রাজাকার পুত্র বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর আল্টিমেটাম দিয়েছেন।
তাদের এই আল্টিমেটাম ২০১২ সাল থেকে এখনো পর্যন্ত চলমান আছে। তাদের আলটিমেটামের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাই তাদের আল্টিমেটাম আওয়ামী লীগ গুরুত্ব না দিয়ে পুনরায় সর্বজন স্বীকৃত নির্বাচন উপহারের মাধ্যমে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন জননেত্রী শেখ হাসিনা।
তারা সেংশনের কথা বলে, তাদের লজ্জা নেই। তাদের রাজপুত্র তারেক রহমান ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের স্যাংশন খেয়ে ছিল। এখন তারা আওয়ামী লীগকে সেংশনের ভয় দেখাচ্ছে।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত উন্নয়ন সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, ফটিকছড়ির সাংসদিয় আসনের সংরক্ষিত নারী এমপি খাদিজাতুল কোবরা সনি, উত্তর জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য এমপি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের পুত্র ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুলহক ভুট্টো ও উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু প্রমুখ।
জেএন/এইউ/রাজীব