শিক্ষাবিদ দীপক কুমার চৌধুরীর জীবনাবসান

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোয়ালখালী উপজেলা কমিটির সাবেক সভাপতি শিক্ষাবিদ দীপক কুমার চৌধুরী মৃত্যুবরণ করেছেন।

- Advertisement -

আজ শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

- Advertisement -google news follower

মৃত্যুকালে দীপক কুমার চৌধুরীর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

লন্ডনপ্রবাসী ছেলে রবিকর চৌধুরীর বাসায় ছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামে। তাঁর পিতার নাম সারদা চৌধুরী।

- Advertisement -islamibank

কর্মজীবনে তিনি কধুরখীল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আমৃত্যু প্রগতিশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

দীপক কুমার চৌধুরীর মৃত্যুতে সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কানাই দাশ, সাধারণ সম্পাদক শওকত আলী, চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক সেহাব উদ্দীন, সাংস্কৃতিক সংগঠন উদীচীর চট্টগ্রাম জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশ, সাধারণ সম্পাদক অধ্যাপিকা শীলা দাশগুপ্তা, বোয়ালখালী উদীচীর সভাপতি ডা. অসীম চৌধুরী, উপজেলা খেলাঘর সভাপতি আবুল ফজল বাবুল, বোয়ালখালী প্রেস ক্লাব,শিশু কিশোর সংগঠন কিশোর কানন খেলাঘর আসর, উপজেলা স্কাউটস, কউবি ব্যাচ-৮৯ , বোয়ালখালী পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।

জেএন/পুজন/আর এস

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ