কক্সবাজারের টেকনাফে উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) টিম।
অভিযানে ৩ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলিসহ তিনজন স্বশস্ত্র আরসা সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের সি/৫ ব্লকের ২৭ বছর বয়সী কামাল হোসেন, ব্লক সি/২-এর ১৮ বছর বয়সী অজিউর রহমান ও বি/৪ ব্লকের ১৭ বছরের মুজিবুর।
১৬ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (৯ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিওিতে হোয়াইক্যংয়ের উনচিপ্রাং ক্যাম্প- ২২ এর সি/৫ ব্লক সংলগ্ন পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়।
এসময় পাহাড়ের ঢালে অবস্থানকালীন অবস্থায় ৩ জন রোহিঙ্গাকে অস্ত্র ও তাজা গুলিসহ আটক করা হয়েছে। তারা তিনজনই আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার) সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হয়েছে।
জেএন/রাজীব