সিরাজউদ্দৌলা রোডে ওয়াইএনটি কনভেনশন হলের উদ্বোধন

চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজার এলাকায় সিরাজউদ্দৌলা রোডে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ‘ওয়াইএনটি সেন্টার কনভেনশন হল’ এর যাত্রা শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে ফিতা কেটে শীতাতাপ নিয়ন্ত্রিত এই কনভেনশন হলের উদ্বোধন করেন।

- Advertisement -

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চসিক মেয়র রেজাউল করিম বলেন, সুন্দর ও নান্দনিক স্থাপনার পাশাপাশি এধরণের বড় বড় অট্টালিকা গুলোর পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা রাখা প্রয়োজন। শহরকে সুন্দর করে গড়ে তুলতে হলে সবার সহযোগীতা দরকার। কেউ যদি মনে করে এটা শুধু মেয়রের শহর, তাহলে ভুল। সবার সহযোগীতা ছাড়া কোন সিটি সুন্দরভাবে গড়ে উঠতে পারেনা। আধ্যাত্মিক সাধকদের পদচারণায় ধন্য হয়েছে হাজার বছরের পুরনো চট্টগ্রাম শহর। পরিবেশ বান্ধব ও নান্দনিক একটি শৈল্পিক শহর হিসেবে গড়ে তুলতে পারব যদি আমরা সবাই একযোগে কাজ করি।

- Advertisement -google news follower

তিনি বলেন, এধরণের প্রতিষ্ঠান গড়ে উঠলেই এলাকাটা আলোকিত হয়। সম্রাট শাহজাহান যমুনা নদীর তীরে যেখানে তাজমহল গড়েছিলেন সেটা একসময় জনমানবহীন এলাকা ছিল। কিন্তু তাজমহল হবার পর পৃথিবীর কাছে আগ্রাকে পরিচিত করল।

এসময় অন্যান্যের মধ্যে এন এন কে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ, জাতীয় মৎস্য পদক পুরস্কারপ্রাপ্ত সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ, রাঙ্গুনিয়ার উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম চিশতি, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রঞ্জু, কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, শৈবাল দাশ সুমন, রুমকি সেনগুপ্ত, সাবেক কাউন্সিলর বিজয় কিষান চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মোনাফ সিকদার, রেড ক্রিসেন্ট মহনগর ইউনিটের সাধারন সম্পাদক আবদুল জব্বার উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM