রাঙামাটিতে পাচারকালে ১শ ঘনফুট সেগুন কাঠ জব্দ

রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের গোবরঘোনা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকালে ১শ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

- Advertisement -

আজ বুধবার (১১ অক্টোবর) সকাল ৭ টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই বন বিভাগ এবং জীবতলী সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন এর যৌথ অভিযানে প্রায় দুলক্ষ টাকা মুল্যের এসব কাঠ জব্দ করা হয়।

- Advertisement -google news follower

অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ। তিনি জানান, গোপন সোর্সের খবরে জানা যায়, কিছু কাঠ পাচারকারী চক্র অবৈধভাবে পাচারের লক্ষ্যে গোবরঘোনা এলাকায় সেগুন কাঠ মজুত করে রেখেছে।

তথ্যমতে বুধবার সকাল ৭ টায় সেনবাহিনীর সহায়তায় ১শ ঘনফুট কাঠ জব্দ করি। তবে অভিযানের খবরে পাচারকারী চক্র আগে থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

- Advertisement -islamibank

উদ্ধারকৃত কাঠগুলো কাপ্তাই রেঞ্জে আনা হয়েছে বলে জানান এই বন কর্মকর্তা।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM