রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের গোবরঘোনা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকালে ১শ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
আজ বুধবার (১১ অক্টোবর) সকাল ৭ টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই বন বিভাগ এবং জীবতলী সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন এর যৌথ অভিযানে প্রায় দুলক্ষ টাকা মুল্যের এসব কাঠ জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ। তিনি জানান, গোপন সোর্সের খবরে জানা যায়, কিছু কাঠ পাচারকারী চক্র অবৈধভাবে পাচারের লক্ষ্যে গোবরঘোনা এলাকায় সেগুন কাঠ মজুত করে রেখেছে।
তথ্যমতে বুধবার সকাল ৭ টায় সেনবাহিনীর সহায়তায় ১শ ঘনফুট কাঠ জব্দ করি। তবে অভিযানের খবরে পাচারকারী চক্র আগে থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত কাঠগুলো কাপ্তাই রেঞ্জে আনা হয়েছে বলে জানান এই বন কর্মকর্তা।
জেএন/রাজীব