চট্টগ্রাম নগরীর বন্দর থানার ২ নম্বর মাইলের মাথা এলাকা থেকে শাহিদা খানম নামে বিএনপির এক নেত্রীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, চেক প্রতারণা মামলায় সাত মাসের কারাদণ্ডসহ চেক পরিমাণ সাত লাখ টাকা অর্থদণ্ড দিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজের প্রথম আদালত।
ওই মামলায় বুধবার (১১ অক্টোবর) রাতে মাইলের মাথা এলাকার মহব্বত আলী মালুমের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহিদা খানম বন্দর এলাকার আলী মাঝির বাড়ীর মাহমুদ সেলিম খানের স্ত্রী। তিনি চট্টগ্রাম নগর মহিলা দলের সহ-সভাপতি ও বন্দর থানা সভাপতির দায়িত্বে আছেন।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, বুধবার রাতে চেক প্রতারনা মামলায় গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জেএন/পিআর