ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

শারদীয়া দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -

রোববার (২২ অক্টোবর) দুপুরে মন্দিরটিতে পৌঁছান তিনি।

- Advertisement -google news follower

এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অষ্টমীর দিন সকালে গোপীবাগের রামকৃষ্ণ মঠে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। অষ্টমীর দিন বিশেষ আকর্ষণ থাকে কুমারী পূজা এবং সন্ধিপূজায়। বিকেল সোয়া ৫টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সন্ধিপূজা অনুষ্ঠিত হবে।

- Advertisement -islamibank

সনাতন ধর্মশাস্ত্র অনুসারে, সাধারণত ১-১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্য গোত্রের অবিবাহিত কুমারী নারীকে দেবী জ্ঞানে পূজা করা হয়। শ্রীরামকৃষ্ণের কথামৃত অনুযায়ী, কুমারী পূজার বিষয়ে বলা হয়েছে, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায় ও মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার উদ্দেশ্য।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM