লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) এর অর্থায়নে ৫ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের আধুনিক ডিজিটাল সেবাকেন্দ্র নির্মাণের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) এর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে আসেন কাপ্তাই উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।
এসময় ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত, সদস্য নূর হোসেন মামুন, ইউপি সদস্য মায়ারাম তঞ্চঙ্গ্যা, শ্যামল তঞ্চঙ্গ্যা, থোয়াইজ মারমা, বিমল চন্দ্র তঞ্চঙ্গ্যা, ইউপি সচিব জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
এই ডিজিটাল সেবাকেন্দ্রের নির্মাণকাজ আগামী জানুয়ারিতে শেষ হবে বলে সংশ্লিষ্টরা জানান।
জয়নিউজ/লাভলু/আরসি